পবিত্র ঈদুল আজহার খুব বেশি দেরি নেই। এ সময় অনেকেই নতুন রেফ্রিজারেটর বা ফ্রিজ কিনতে চান। এখন হয়তো চলছে পরিকল্পনা—কোন ফ্রিজ এবং কেমন ফ্রিজ কেনা যায়। তাই ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা দরকার।
রেফ্রিজারেটর কেনার আগে এর আকার, ডিজাইন, স্থায়িত্ব ক্ষমতা, প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হবে। নির্ধারিত বাজেটের মধ্যে হলে তো ভালো, অন্যথায় বাজেট একটু বাড়িয়ে হলেও এসব জিনিসে প্রাধান্য দিয়ে পছন্দের ফ্রিজ ঘরে আনাই হবে সঠিক সিদ্ধান্ত।
কোন মডেলের ফ্রিজ কিনবেন, সেটা আগেই ঠিক করে নিতে হবে। সেই সঙ্গে দেখে নিতে হবে ফ্রিজের আকার। অনেক সময় বাইরে থেকে বড় দেখা গেলেও ফ্রিজের ভেতরে কতটুকু জায়গা রয়েছে, তা বোঝা যায় না। এ জন্য আধুনিক প্রযুক্তির ‘নন ফ্রস্ট’ বা বরফ জমে না এমন রেফ্রিজারেটর কেনাই ভালো। বর্তমানে ডাবলডোর ফ্রিজের চাহিদা খুব বেশি। এতে স্টোরেজ বা ধারণক্ষমতা অনেক বেশি পাওয়া যায়।