অনলাইন ডেস্ক
প্রকাশঃ ১৯/১১/২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরী এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রকাশ্যে প্রশ্নের মুখোমুখি হলেন। কানাডার ওয়েস্টার্ন টরন্টোতে দেশটির এক সাংবাদিক তাঁর কাছে এ প্রশ্ন করলে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে দেখা গেল বঙ্গবন্ধুর এই হত্যাকারীকে।
নূর চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি। ওই টেলিভিশনের অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’-এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের ওই প্রতিবেদন প্রচারিত হয় বাংলাদেশ সময় গতকাল শনিবার সকাল আটটায়। ওই প্রতিবেদনেই প্রথমবারের মতো আত্মগোপনে থাকা নূর চৌধুরীর দেখা পাওয়া গেল। তিনি ১৯৯৬ সাল থেকে কানাডায় আছেন।
সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা কীভাবে কানাডায় এখনো বহাল তবিয়তে আছেন, তা বিশদে তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।