১৯তম ওয়ানডেতে গিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথমবারের মতো হারাল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে সেখানে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা। সে হিসাবে নিউজিল্যান্ডে এটি তাদের ২০তম ম্যাচ। দেশের বাইরে যেসব জায়গায় বাংলাদেশ কমপক্ষে ২০টি ম্যাচ খেলেছে, সবচেয়ে কম জয় নিউজিল্যান্ডেই। নেপিয়ারে ঐতিহাসিক জয়ের ম্যাচে দেখা গেছে আরও কিছু রেকর্ড—
দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ড জিতেছিল ৬৭ রানে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর (অলআউট হয়ে যাওয়া ম্যাচে)। আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরে—১৬২। সব মিলিয়ে ওয়ানডেতে এ নিয়ে নবমবার ১০০-এর নিচে অলআউট হলো তারা, দেশের মাটিতে চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবার।