রাওয়ালপিন্ডির পিচে হেমিং যথেষ্ট ঘাস রাখায় পাকিস্তান টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, এখান থেকে আরও পেস ও বাউন্স পাওয়া যাবে। এ কারণে চার পেসারকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে তারা। রাখা হয়নি কোনো স্বীকৃত স্পিনার। সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন মেহমুদ, ‘যখন পিচে গতি ও বাউন্স থাকে অথবা বল তীক্ষ্ণভাবে বাঁক নেয়, তখন ব্যাটসম্যানের ভুল করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু পিচ মন্থর হলে ব্যাটসম্যানরা অতিরিক্ত সময় পায় (বুঝেশুনে খেলতে পারে)।’
পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এমন ব্যাটিং সহায়ক পিচ চায়নি বলেও দাবি মেহমুদের, ‘আমাদের দল নির্বাচনের দিকে তাকালেই বুঝবেন, আমরা ফ্ল্যাট উইকেট চাইনি। আমরা এমন উইকেট চেয়েছিলাম, যেখান থেকে সবাই সহায়তা পাবে। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করব দ্বিতীয় ম্যাচের পিচে যেন সিম, বাউন্স ও গতি থাকে।’
ঘরের মাঠে পাকিস্তানি বোলারদের এমন বিবর্ণ পারফরম্যান্স নিয়ে আজহার মেহমুদ পিচের আচরণকে দায়ী করলেও তা মানতে নারাজ রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান একাদশ সাজানোয় গলদ দেখছেন। একইসঙ্গে শান মাসুদের অধিনায়কত্বেরও সমালোচনা করেছেন।