মেয়েদের দলগত বাছাই রাউন্ড ছিল এটি। কিন্তু বার্কি অ্যারেনার এই বাছাই রীতিমতো সোনার লড়াইয়ের চেয়েও বেশি অনুসরণীয় হয়ে উঠল গণমাধ্যম ও দর্শকদের কাছে। কারণ একটাই—যুক্তরাষ্ট্র দলের হয়ে ফ্লোরে নামছেন সিমোন বাইলস। ২৭ বছর বয়সী এই কিংবদন্তি জিমন্যাস্টের প্যারিস অলিম্পিকের প্রথম ঝলক দেখতে গ্যালারিতে ছিলেন টম ক্রুজের মতো নামী হলিউড তারকাসহ অনেকেই। ছবিতে দেখুন বাইলসের অলিম্পিকে প্রত্যাবর্তন—