আজ পার্ক দ্য প্রিন্সেসের প্রথম লেগে এমবাপ্পে যে আড়ালে থাকবেন না, বার্সেলোনার জন্য বিপদ হয়ে উঠতে পারেন, সেটা ভালো করেই জানেন কোচ জাভি হার্নান্দেজ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩৯ গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে সতর্কতার কথাই বলেছেন বার্সেলোনা কোচ, ‘এমবাপ্পে, দেম্বেলে, কোলো মুয়ানি, ভিতিনিয়া…সবাই মিলেই পিএসজি। তবে গোল করার লোক এমবাপ্পেই। আমাদের রক্ষণে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো করতে হবে।’
মোটের ওপর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এমবাপ্পের দুটি লক্ষ্য। যাওয়ার আগে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগে কিছু দিয়ে যাওয়া আর ভবিষ্যৎ দলের সমর্থকদেরও আশ্বস্ত করা—সাফল্য এনে দেওয়ার জন্য সঠিক মানুষটিই আসছে।