মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

বিপাকে সুনাক, ৭৮ সংসদ সদস্য নির্বাচন করবেন না

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর এক কনজারভেটিভ এমপি জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে তাঁরা লড়তে চান না। সেই তালিকায় রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে-ও। এ ছাড়া অনেক সংসদ সদস্য রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেছেন। এ পরিস্থিতিতে ৪৪ বছর বয়সী সুনাক পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।

সর্বশেষ নির্বাচন না করার ঘোষণা দেওয়া টরি নেতাদের তালিকায় রয়েছেন মন্ত্রী মাইকেল গভ ও আন্দ্রেয়া লিডসম। এ পরিস্থিতির মধ্যেই সুনাক তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন।

গতকাল সুনাকের এক বিবৃতিতে বলা হয়, ব্রিটেনের কনজারভেটিভ পার্টি ৪ জুলাইয়ের জাতীয় নির্বাচনে জয়ী হলে ১৮ বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক জাতীয় পরিষেবা চালু করা হবে। এতে ১৮ বছর বয়সী সবাইকে সামরিক বা জনসেবামূলক কাজে অংশ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By