ক্রিকেটাররা নিজ থেকে বিপিএলের পারিশ্রমিক কমাতে বলছেন, ব্যাপারটা একটু বিস্ময়করই। এ ধরনের প্রস্তাব সাধারণত আসার কথা ফ্র্যাঞ্চাইজি বা বিসিবির পক্ষে থেকে। সেখানে ক্রিকেটারদের একটি প্রতিনিধিদল কিনা নিজেরাই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে গিয়ে বলেছেন, প্রয়োজনে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএলটা ঠিকঠাকমতো হয়!
অথচ বিপিএল যে যথাসময়ে হবে, সেটা বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর জোর দিয়েই বলেছেন ফারুক আহমেদ। অনেক ফ্র্যাঞ্চাইজিও প্রস্তুতি নিতে শুরু করেছে ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির জন্য।
এমন প্রস্তাবে বিপিএলের অনেক ক্রিকেটারের মধ্যে অসন্তুষ্টি ও ক্ষোভ কাজ করছে। তাঁদের প্রশ্ন—সিংহভাগ ক্রিকেটারের মতামত না নিয়ে কার আগ্রহে হঠাৎ করে পারিশ্রমিক কমানোর প্রস্তাব? যেখানে বোর্ড বা ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল নিয়ে কোনো অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে না, সেখানে একদল ক্রিকেটার কেন স্বতঃপ্রণোদিত হয়ে বিসিবি সভাপতির কাছে এমন প্রস্তাব দিতে গেলেন!