আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। এতে অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান, কলেজশিক্ষক সমিতির সভাপতি মো. ইসহাক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকনেতারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংগঠন দুটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। এ জন্য স্বতন্ত্র ‘শিক্ষক সার্ভিস কমিশন’ গঠন করতে হবে।