সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী বলেন, ‘আমরা নতুন উড়োজাহাজ কিনতে চাই। বোয়িং ও এয়ারবাস দুটি কোম্পানিই চাইছে, আমরা তাদের উড়োজাহাজ কিনি। দুই কোম্পানিই বিমান বাংলাদেশের কাছে প্রস্তাব জমা দিয়েছে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তাদের প্রস্তাব মূল্যায়ন করছে। মূল্যায়ন শেষ কমিটি যে কোম্পানির সুপারিশ করবে, তাদের উড়োজাহাজ কেনা হবে।’
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি-১-এ উন্নীতকরণ ও ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও কথা হয়েছে বলে জানান ফারুক খান। জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল আইন ও নিজেদের কেন্দ্রীয় উড়োজাহাজ চলাচল প্রশাসনের নিয়ম মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।