মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা যে আন্দোলন করছি, একটা সত্যের পক্ষের আন্দোলন, এই আন্দোলন হচ্ছে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনার আন্দোলন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর হয়ে গেছে, এখনো আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। কী একটা অদ্ভুত ঘটনা! যাঁরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যাঁরা ওই সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, তাঁদের হাতেই আজকে গণতন্ত্র ধ্বংস হচ্ছে।’
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপির ৭৯ নেতা-কর্মীকে সংবর্ধনা দেন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব (দুলু), সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।