এ বিষয়ে জানতে চাইলে মাউরো ভিয়েরা বলেন, ‘ব্রিকসে নতুন সদস্যদেশের যুক্ততার পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের সদস্য পদের বিষয়টি বিবেচনা করব। এ বিষয়ে ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা থাকবে।’
প্রসঙ্গত, বাংলাদেশ গত বছর ব্রিকসের সদস্য পদ পাওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন ছাড়া কিছুই করেনি বাংলাদেশ। গত বছরের আগস্টে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে জোটটিতে নতুন করে যুক্ত হয় মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাইয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার আমন্ত্র্রণে দেশটিতে সফরে যেতে পারেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের জন্য প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমন্ত্রণপত্র রয়েছে। জুলাইতে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।’