নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে এক ধাপ অগ্রগতি হয়েছে।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই এটা খুব উল্লেখযোগ্য। বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে পরিবর্তনের পর পররাষ্ট্র উপদেষ্টার জয়শঙ্করের সঙ্গে বৈঠক খুবই উল্লেখযোগ্য এবং এটা গুরুত্বপূর্ণও। আমরা বিশ্বাস করি, এই বৈঠকের পর সম্পর্ক জোরদার হবে।’
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরালো হতে হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই আসল।’
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি। দলটি বিশ্বাস করে যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত।