এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধ বুধবার বলেন, অভিযোগটির বিচার দ্রুত বিচার আদালতে হতে পারে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে বলদাপুর পুলিশ কর্মকর্তাদের রয়টার্সের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার কল করা হলে ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা গতকাল মঙ্গলবার থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেন। পরে থানের পুলিশ ৯ ঘণ্টা পর লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরাতে সক্ষম হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়। মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে বলদাপুর শহরটি।
ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে এ বছরের শেষ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি পার্টি বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।
আজ মুম্বাইয়ে এক বিক্ষোভে লোকসভার কংগ্রেস সদস্য বর্ষা গায়কোয়াড় বলেন, বিরোধী দলগুলো ২৪ আগস্ট রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।