বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাইদুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ফরিদ মিয়া বলেন, ‘আমার ওপরও হামলা হতে পারে। আমি নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছি।’
অভিযোগের বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, তাঁরা নন, সাইদুর রহমানের লোকজন আগে তাঁর ভাতিজা বাছেদ ভূঁইয়ার (২৯) ওপর হামলা করে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, এই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নির্বাচনের পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।