ময়মনসিংহে গতকাল মঙ্গলবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন। তাঁদের সবার নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের।
গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ সদরে তিনজন, ত্রিশালে চারজন ও তারাকান্দায় একজন নিহত হন। সদর উপজেলায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকার লুৎফর রহমান (৩০), তাঁর স্ত্রী শাহনাজ পারভীন (২৫) ও তাঁদের ২ বছরের শিশু মাহিন। নিহত দম্পতি ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।