পুলিশ ও নিহত শাহাজাদার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাজাদা জোয়ার্দার তাঁর স্ত্রী ও প্রতিবেশী মনিরা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাহাজাদা জোয়ার্দার নিহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত শাহাজাদার ভাই আবু সাদাত প্রথম আলোকে বলেন, শাহাজাদা জোয়ার্দার পেশায় হোমিও চিকিৎসক। আট বছর আগে বিয়ে হলেও তিনি নিঃসন্তান ছিলেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আজ সকালে বের হওয়ার সময় বাড়িতে কাউকে কিছু বলে যাননি। তাঁদের ধারণা, প্রতিবেশী মনিরা খাতুনের পরিচিত কোনো চিকিৎসক বা কবিরাজ দেখানোর জন্য তাঁরা ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। কারণ, ফরিদপুরের দিকে তাঁদের কোনো আত্মীয়স্বজন নেই।