মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে “মেট্রোরেলে”

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৮:৪৯ পূর্বাহ্ন

ঢাকা এমন একটি শহর যেখানে যানবাহন খুব ধীর গতিতে চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল বিশ্বের অনেক শহরের ট্রাফিক অধ্যয়ন করে দেখেছে যে ঢাকার গতি সবচেয়ে ধীর। তারা এই তথ্য জনগণের সাথে ভাগ করে নেয় এবং সংবাদে তা জানানো হয়। ঢাকায়, লোকেরা যানবাহন ধীরগতিতে অভ্যস্ত, তাই কোথাও যাওয়ার পরিকল্পনা করার সময় তারা সবসময় অতিরিক্ত সময় যুক্ত করে।

 

তবে গত ১১ মাসে মেট্রোরেলের যাত্রীরা ঘড়ির মিনিটের হিসাবও করে চলেন। কয় মিনিটে কোথায় পৌঁছাবেন, সেটা তাঁদের মুখস্থ হয়ে গেছে এত দিনে।

আজ রোববার নতুন করে তাঁদের আবারও হিসাব কষতে হয়েছে। কারণ, আজই প্রথম মেট্রোরেল রাজধানীর আগারগাঁওয়ের স্টেশন পেরিয়ে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও সবশেষ স্টেশন মতিঝিল পৌঁছেছে। যাত্রা শুরুর স্টেশন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৩২ মিনিট। ভাড়া লেগেছে ১০০ টাকা। সকাল ৯টা ২০ মিনিটের মেট্রোরেল ৯টা ৫২ মিনিটে মতিঝিলের সবশেষ গন্তব্যে পৌঁছেছে।
আজ সকাল ৯টায় উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীদের ভিড় অনেক।

 

মতিঝিল পর্যন্ত স্টেশন বাড়ানো ও বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের কারণে যাত্রীদের ভিড় বেশি বলে মনে করছেন অনেক যাত্রী। ডিসপ্লেতে ৯টা, ৯টা ১০ ও ৯টা ২০ মিনিটের ট্রেনের সময়সূচি দেখাচ্ছিল। লোকজন টিকিট সংগ্রহ করে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

 

বাদল সরকার নামের এক যাত্রী বলেন, এ সময়টায় অন্যদিনও ভিড় থাকে। তবে আজ মতিঝিল পর্যন্ত ট্রেন যাবে এবং অবরোধের কারণে যাত্রী কিছুটা বেশি। তিনি ৯টা ১০ মিনিটের ট্রেনে উঠে যান। তাঁর গন্তব্য ছিল মিরপুর ১১ নম্বর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By