আজ দুপুর ১২টার দিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটায় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে নিয়ে যান কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও উত্তম কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ে পৈতৃক ভিটা ও জমি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। লেখকের ঘরে নতুন তালা লাগানো হয়েছে। এই জমিতে অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। অতি শিগগিরই লেখকের পৈতৃক ভিটায় সুনীল স্মৃতি মিউজিয়াম, সুনীলের আবক্ষ মূর্তি স্থাপন, পুকুরপাড়–সংলগ্ন উন্মুক্ত মঞ্চ, শান বাঁধানো ঘাট নির্মাণ করে হবে। লেখকের পৈতৃক ভিটা একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে।’
উত্তম কুমার দাশ আরও বলেন, ‘অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’