গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শুক্রাবাদে বাসায় আগুন লেগে শিশু বায়েজিদ, তাঁর বাবা মো. টোটন মিয়া (৩৫) ও মা নিপা বেগম (৩০) দগ্ধ হন। বাসার রান্নাঘরে দেশলাই জ্বালালে পুরো ঘরে আগুন ধরে যায়। স্বজনদের ভাষ্য, গ্যাসলাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। এ থেকেই দুর্ঘটনাটি ঘটে।
সেদিন রাতেই তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।