সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

মা–বাবার সমর্থনে সাইক্লিংয়ে দেশসেরা প্রিয়া

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন

 

প্রিয়ার মা লাকী বেগম বলেন, তাঁদের গ্রামে মেয়ে হয়েও প্রিয়া কেন খেলাধুলা করে তা নিয়ে নানাজন নানা কথা বলে। তবে সেসবে পাত্তা না দিয়ে মেয়েকে আরও উৎসাহ দেন তাঁরা। প্রিয়ার স্বপ্ন জাতীয় নারী ফুটবল দলে খেলার। সে দেশের মুখ উজ্জ্বল করতে চায়।

প্রিয়া খাতুনের খেলাধুলায় সাফল্যে নিজেদের গর্বের কথা জানান গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু। তিনি বলেন, ‘মা-বাবার উদার মানসিকতা আর আমাদের বিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা প্রিয়াকে সাফল্য এনে দিয়েছে। প্রিয়াকে জাতীয় দলে খেলার ব্যাপারে আমরা সব ধরনের সহযোগিতা করব।’

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন বলেন, ‘প্রিয়াকে আমরা পৃষ্ঠপোষকতা দেব। তার স্বপ্ন বাস্তবায়নে যা যা করার দরকার, অবশ্যই তা করব। প্রিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By