মিরপুরের কালশী মোড়ে বিক্ষোভ চলাকালে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাঁরা বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিক্ষোভ চলাকালে কালশী এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন সাগর চৌকিদার (২৫) নামের এক যুবক। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বন্ধু পরিচয়ে রাকিবুল মিয়া বলেন, তাঁরা দরজির দোকানে কাজ করেন। দুই বন্ধু উত্তরায় কাজ শেষে মিরপুরের বাসায় ফিরছিলেন। বিকেল চারটার দিকে রাস্তায় অবরোধ থাকায় তাঁরা হেঁটে বাসায় যাচ্ছিলেন। তখন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সেই সময় পুলিশের ছোড়া রাবার বুলেট সাগরের শরীরে লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আহত সাগর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁর বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায়।