মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:২০ অপরাহ্ন

মির্জা ফখরুল ও আমীর খসরুকে ১০ দিনের রিমান্ড

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্ন
মির্জা ফখরুল ও আমীর খসরু

প্রকাশঃ ১৭-১২-২০২৩

রাজধানীর পল্টন থানার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেছে পুলিশ। একই মামলায় দুই নেতাকে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ কথা জানান। পল্টন থানার কয়েকটি মামলার এজাহারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম রয়েছে। পল্টন থানার একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পল্টন থানা-পুলিশ।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৮ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By