খেলা ডেস্ক
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এই প্রশ্নের উত্তর এখনো অজানা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কথা, যত দিন মেসি খেলার মতো ফিট থাকবেন, দলে তাঁর জায়গা পাকা। মেসি নিজেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু এখনো বলেননি। আসলে মেসি আর্জেন্টিনা দলের হয়ে আর কত দিন খেলবেন, সেটাও নিশ্চিত নয়।
বয়স হয়ে গেছে ৩৬ বছর। আর যে খুব বেশি দিন মেসি ফুটবল খেলবেন, তাও নয়। তা মেসি যখনই আর্জেন্টিনা দল থেকে অবসর নিন, জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার পর তাঁর জার্সিটা আর কাউকে পরতে দিতে চায় না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির সঙ্গে তাঁর জার্সিকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা বলেছেন এএফএর প্রধান ক্লদিও তাপিয়া।