নিহত আলী হোসেন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার মধ্যরাতে শহর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে বাহাদুরপুর এলাকার তেঁতুলতলা মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা গুলি করে আলী হোসেনকে হত্যা করে। একটি মোটরসাইকেলে করে আলী হোসেন, তাঁর সহযোগী সোহান হোসেন ও নয়ন একসঙ্গে বাড়িতে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী সোহান হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি মোটরসাইকেলে করে দুজন আমাদের মোটরসাইকেলের পেছনে এসে অতর্কিত গুলি ছোড়ে। প্রথম গুলির শব্দে আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। এরপর এক মিনিটের মধ্যে আলী হোসেন ভাইয়ের পা, পিঠ ও মাথায় পাঁচটি গুলি করে সন্ত্রাসীরা চলে যায়। হাসপাতালে নেওয়ার পথেই আলী ভাই মারা যান।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা জানা যায়, ৫ জুন অনুষ্ঠিত যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তৌহিদ চাকলাদার। তাঁর কর্মী ছিলেন আলী হোসেন। নির্বাচনে বিজয় উপলক্ষে ৬ জুন (বৃহস্পতিবার) রাতে উপশহর ই-ব্লক এলাকায় প্রীতিভোজের আয়োজন করা হয়। ওই আয়োজন শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা আলী হোসেনের মাথা ও পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তিনি মারা যান।