মাত্র ছয় মাস! ছয় মাসের মধ্যেই হারানো মুকুটটি আবারও ব্রায়ান লারার মাথায়। ৩৬ বছর টিকে থাকা স্যার গ্যারি সোবার্সের রেকর্ডটি ভেঙেছিলেন যে মাঠে, ১০ বছর পর সেন্ট জনসের সেই অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি আবার নতুন করে লিখলেন ব্রায়ান চার্লস লারা। সেই ইংল্যান্ডের বিপক্ষেই।
তিনবার মুষ্টিযুদ্ধের বিশ্ব হেভিওয়েট শিরোপা হারিয়ে তিনবার তা পুনরুদ্ধার করেছিলেন মোহাম্মদ আলী। ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড পুনরুদ্ধার করাটা ছাড়িয়ে গেল সেই বিস্ময়কেও। হারানো রেকর্ডটা আবার নিজের করে নিয়েই থেমে যাননি। টেস্ট ক্রিকেটের নতুন এক দিগন্তও উন্মোচিত হয়েছে তাঁর ব্যাটে। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন ৪০০ রান। তারপরও ইংল্যান্ডের কোনো বোলার থামাতে পারেননি তাঁকে। লাঞ্চের আধঘণ্টা পর নিজেই থামার সিদ্ধান্ত নিলেন ব্রায়ান লারা। ৫ উইকেটে ৭৫১ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ঘোষণা করলেন অধিনায়ক। অপরাজিত ৪০০ রান, ৭৭৬ মিনিট, ৫৮২ বল, ৪৩টি চার, ৪টি ছয়—টেস্ট ইতিহাসের নতুন এক দ্বার খুলে দিল এই পরিসংখ্যান।