সরকারের পক্ষ থেকে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন জরুরি এমন একটি তত্ত্ব তুলে ধরা হচ্ছে উল্লেখ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, উন্নয়নের শর্ত দেওয়া হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এর মানে বলছে, সরকারের ধারাবাহিকতা। অর্থাৎ বারবার দরকার আওয়ামী লীগের সরকার। সেভাবেই সব রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে। তিনি এবারের বাজেট প্রসঙ্গে বলেন, এই বাজেটে বড়লোকের স্যাটেলাইট, গরিবের হালুয়া টাইট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যেন নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠেছি। যে জাতি পরস্পরকে ঘৃণা করে ও একে অপরকে ল্যাং মারতে চায়, তারা বেশি দূর এগোতে পারে না। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে হবে। শান্তি-সম্প্রীতি না থাকলে সমাজ টিকে থাকবে না।