মেঝের টাইলসের দরদাম
ডিবিএল সিরামিকস, মীর সিরামিকস, আকিজ সিরামিকস, চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রি, এক্স সিরামিকস, আরএকে সিরামিকস, স্টার সিরামিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের দেশীয় ব্র্যান্ডের ফ্লোর টাইলস পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকার বড় খুচরা ও পাইকারি টাইলস বিক্রি করা হয় হাতিরপুল ও গ্রিন রোডে। আকিজ সিরামিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস ও মার্কেটিং) আশরাফুল হক জানান, এখন ফ্লোর টাইলসের বিভিন্ন নকশা দেখা যাচ্ছে। ক্রেতারা সময় নিয়ে ডিসপ্লে সেন্টার ঘুরে ঘুরে টাইলস কেনেন। আকার ও ধরন বুঝে দামে ভিন্নতা আছে। ৩২ বাই ৩২, ২৪ বাই ২৪, ১৬ বাই ১৬, ২৪ বাই ৪৮ ইঞ্চির মাপের টাইলস বিক্রি হচ্ছে বেশি। দেশীয় সিরামিকের ফ্লোর টাইলস প্রতি বর্গফুট ৬০ থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।