পাকিস্তানের রাজনীতিতে তিনি কখনো নায়ক, কখনো খলনায়ক। একবার শীর্ষ নীতিনির্ধারকের ভূমিকায়, তো আরেকবার কারাবন্দী। কখনো আবার দেশছাড়া, বছরের পর বছর নির্বাসনে। দেশে ফিরে আবার মর্যাদার আসনে। তাঁর নাম মিয়া মুহাম্মদ নওয়াজ শরিফ।
প্রায় পাঁচ দশক ধরে পাকিস্তানের রাজনীতিতে বড় এক নাম নওয়াজ শরিফ। একবার-দুবার নয়, তিন-তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। যদিও কোনোবারই প্রধানমন্ত্রিত্বের মেয়াদ পূরণ করতে পারেননি। কখনো দুর্নীতির দায়ে পদ ছাড়তে হয়েছে তাঁকে, কখনোবা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন।
এবার প্রায় চার বছর স্বেচ্ছানির্বাসন শেষে গত অক্টোবরে দেশে ফিরেছেন নওয়াজ। লক্ষ্য ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। ইতিমধ্যে লাহোরের একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। যদিও নির্বাচনে প্রার্থিতা থাকবে কি না, তা নিয়ে বিভক্ত মত আছে দেশটির আইনজ্ঞদের।