সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত আছে। আজ মঙ্গলবার টানা ১৬ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। ১ জুলাই তাঁদের এই কর্মবিরতি শুরু হয়েছে।
শিক্ষকদের অন্য দুটি দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতনকাঠামো ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে (জ্যেষ্ঠ সচিবদের মতো বেতনকাঠামো) অন্তর্ভুক্ত করা।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের আজ বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেন, তাঁদের কর্মবিরতি চলবে।