শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে সরকার নিষেধ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষেধ করেছে সরকার।
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
শিক্ষার্থীদের পক্ষে নাগরিক সমাজের কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিক সমাজের অনেকে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে, তৃতীয় কোনো পক্ষ, স্বার্থান্বেষী মহল যেন কোনো সুবিধা নিতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকতে হবে।’