তবে এবার নুসরাত ফারিয়া আসছেন নতুন গান নিয়ে। এবারের গানটিতে থাকছে দারুণ চমক। কারণ, ফারিয়ার জন্য গান তৈরি করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। বিষয়টি সবার আগে জানিয়েছেন ফুয়াদ নিজেই।
গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে ফুয়াদ লিখেছেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং। তখন তার দীপ্তিচ্ছটা ছিল দেখার মতো। সে বলেছে আমি তার শৈশবের মিউজিক্যাল হিরো এবং নিজেকে তার চিমটি কাটতে হয়েছিল। কিন্তু হে, একই অনুভূতি, সে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছে। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’