প্রকাশঃ ১৩-১২-২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আসন ভাগাভাগির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা নির্বাচন থেকে সরে যেতে পারে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে এমন সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাদের সঙ্গে আসন–ভাগাভাগির প্রশ্নে আলোচনা না করার আভাসও দিচ্ছে আওয়ামী লীগ।
তবে হঠাৎ করে সরকারের উচ্চপর্যায় থেকে কেন এই সন্দেহ প্রকাশ করা হলো, সেটি বোঝার চেষ্টা করছেন জাপার নেতৃত্ব। দলটির কোনো কোনো নেতার মতে, ‘সাবালক’ হয়ে ওঠা জাপাকে আরও চাপে রাখতেই এই সন্দেহ বা অবিশ্বাসের প্রকাশ।
শেখ হাসিনা আরও বলেন, রওশন এরশাদ, তাঁর ছেলে রাহগির আল মাহি এরশাদকে (সাদ এরশাদ) নির্বাচন থেকে সরিয়ে রেখেছে। তারা (জাপা) কখন কী করবে, এর কোনো নিশ্চয়তা নেই।
সরকার ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের এমন সন্দেহ প্রকাশের ঘটনায় এর বিশ্লেষণ ও নানা আলোচনা চলছে জাতীয় পার্টিতে। আলোচনা রয়েছে আওয়ামী লীগেও। এমন পটভূমিতে নির্বাচন, সন্দেহ, আসন–সমঝোতা—এসব প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, দুই দলের পক্ষ থেকে বক্তব্যও তুলে ধরা হয়েছে।