গত রোববার ঘটনাস্থল থেকে লাশ ও চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেই চিঠিতে জান্নাতুল স্বামীর উদ্দেশে লেখেন, ‘অনেক ভালোবাসি তোমাকে শিপন। কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে দিলা না। অনেক ইচ্ছে ছিল, আমাদের সন্তান হবে, আমাকে মা ডাকবে। আর হলো না। দেখ, তুমি সব পাবে, শুধু আমি থাকব না। আমার সঙ্গে যেমন মিথ্যা বলেছ, আর কারও সঙ্গে বলো না।’
জান্নাতুলের মা মাহমুদা বেগম অভিযোগ করেন, ‘আমাদের মেয়ের সঙ্গে শিপন প্রতারণা করে বিয়ে করছে। আমাদের মেয়েকে দিয়ে ঋণ করিয়েছেন। মেয়ে একার সিদ্ধান্তে বিয়ে করার সবকিছু মুখ বুঝে সহ্য করেছে। আমার মেয়ে ঋণের ও যৌতুকের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে শিপনসহ অভিযুক্তদের বিচার চাই।’