টেস্ট দলে সাদমান ইসলাম সব সময়ই নিয়মিত। কিন্তু একাদশে নন। অধিনায়ক নাজমুল হোসেন, জাকির হাসান, মুমিনুল হকের মতো বাঁহাতিদের ভিড়ে আরেকজন বাঁহাতি ওপেনারের একাদশে জায়গা করে নেওয়া একটু কঠিনই। ডানহাতি মাহমুদুল হাসানই বরং ওপেনিংয়ের জন্য প্রথম পছন্দ।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টানা তিন ফিফটি করা মাহমুদুল ফর্মেও ছিলেন। কিন্তু কুঁচকির চোটে মাহমুদুল ছিটকে পড়ায় সেই বাঁহাতি সাদমানের জায়গা হয় রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে, প্রায় আড়াই বছর পর। তিনি হতাশ করেননি।
শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলীকে নিয়ে সাজানো পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে সাদমানের তৃতীয় ফিফটির সৌজন্যে বাংলাদেশ পেয়ে যায় লড়াই করার মঞ্চ। যা কাজে লাগিয়ে ফিফটি করেছেন মুমিনুল হক (৫০), মুশফিকুর রহিম (৫৫*) ও লিটন দাস (৫২*)। এই চার ব্যাটসম্যানের ফিফটিতে তৃতীয় দিন শেষে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে এখনো ১৩২ রান পিছিয়ে নাজমুল হোসেনের দল।