তবে আজ ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল জিতলে ফের শীর্ষে উঠে আসবে অ্যানফিল্ডের দলটি। আর সেটি করতে পারলে শিরোপা–দৌড়ের লাগামটা থাকবে লিভারপুলের হাতেই। পাশাপাশি ইউনাইটেডকে হারিয়ে পাওয়া বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই।
ইউনাইটেড অবশ্য এখন বেশ তেতে আছে। আগের ম্যাচে চেলসির বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে থাকার পরও যোগ করা সময়ে জোড়া গোল হজম করে হার মানতে হয়েছে তাদের। তাই ওল্ড ট্রাফোর্ডের লিভারপুল ম্যাচকেই এখন পাখির চোখ করেছে টেন হাগের দল। ম্যাচের আগে ইউনাইটেড কোচ টেন হাগ হুমকিও দিয়ে রেখেছেন লিভারপুলকে। ডাচ কোচ বলেছেন, লিভারপুলের বিপক্ষে ‘রাগান্বিত’ হয়েই মাঠে নামবে তাঁর দল। টেন হাগ বলেছেন, ‘আমাদের এগিয়ে আসতে হবে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে।’