প্রকাশঃ ৯-১২-২০২৩
খেলা ডেস্ক
আজ কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ৯৪ রান, যা ৮ উইকেট আর ২৮ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার এই জয়ে তিনি ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন টাজমিন ব্রিটস ও লরা ভলভার্ট। দুজনে গড়েন ২৬ বলে ৩৫ রানের জুটি। এরপর ৫২ রানে আনিকা বোশ ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা সহজেই জয় পেয়েছে। অধিনায়ক লরা ৪৯ রানে অপরাজিত ছিলেন।
আগে ব্যাট করা বাংলাদেশ ৪ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুন ও তিন নম্বরে ক্রিজে আসা সোবহানা মোস্তারির উইকেট। ১৭ রানে ফিরে যান আরেক ওপেনার শামিমা সুলতানা। বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা ও লতা মণ্ডল। ২০ বলে ১১ রান করে অধিনায়ক নিগার যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ১৪.২ ওভারে ৪৬ রান। এরপর শেষ ৩৪ বলে বাংলাদেশ তোলে ৪৮ রান। যে রান এসেছে মূলত লতা ও স্বর্ণা আক্তারের সৌজন্যে। দুজনে মিলে গড়েছেন ৩১ বলে ৪৬ রানের জুটি। ১৬ বলে ২৩ রান করে রানআউট হয়েছেন স্বর্ণা। ৬২ বলে ৪২ রান করেন লতা।