সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদের পাড় কেটে অবাধে বালু তোলার দায়ে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ তাঁদের কারাদণ্ড দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের সুমন আহমদ (২৫), শামসুল ইসলাম (২৮), রুবেল আহমদ (২৬), রুজেল মিয়া (২৫), রাসেল আহমদ (৩০), মোজাহিদুল ইসলাম (২৫), বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইকবাল হোসেন (২০), শামসুল ইসলাম (২৫), নূর মোহাম্মদ (২৫), রমজান আলী (২৪), ইয়াসিন মিয়া (২১), নূর মিয়া (১৭), তাহিরপুর উপজেলায় বালিজুরি গ্রামের সুয়েব মিয়া (৩৫), সুজন মিয়া (২৬), কয়েছ মিয়া ৩৪), তাজিম উদ্দিন (২৪), সবুজ মিয়া (১৮), নুর মিয়া (২১), মানিগাঁওয়ের আবদুল মোতালিব (৫৩), রুবেল আহমদ (১৮), মিন্টু মিয়া (২৫), মুকুল মিয়া (৩৪), রুবেল মিয়া (২০), আল আমিন (২৬), মনবেগ গ্রামের বাচ্চু মিয়া (৪২)। এদের মধ্যে ১৯ জনকে ৩ মাস করে ও ৬ জনকে ২১ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।