গোল্ডস্যান্ডস গ্রুপের পরিচালক বাহার শাহদাত হোসেন জানালেন, কুয়াকাটা সৈকতকে সুরক্ষা করা, রাস্তাঘাটের সৌন্দর্যবর্ধন করা, ধুলাবালুমুক্ত করাসহ যেসব অব্যবস্থাপনা রয়েছে, তা দূর করতে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। কুয়াকাটাকে আকর্ষণীয় করা গেলে কুয়াকাটার প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়বে, তেমনি কুয়াকাটার ব্যবসা-বাণিজ্যও আরও সম্প্রসারিত হবে।
কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমনের কারণে পর্যাপ্ত নিরাপত্তা দিতে উপজেলা প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানালেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ের কথা চিন্তা করে আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভ্রাম্যমাণ আদালত। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এ আদালত মাঠে দায়িত্ব পালন করছেন। এর বাইরে চিকিৎসক দল ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দলকেও প্রস্তুত রাখা হয়েছে। পর্যটকেরা যাতে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে এসে নিরাপদে পার্কিং করতে পারেন, সে জন্য তিনটি পার্কিং প্লেস নির্ধারণ করে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, কুয়াকাটা সৈকতের সৌন্দর্যবর্ধনের জন্য মাত্র কয়েক দিন আগে সৈকত ও পাশের এলাকা থেকে অবৈধ বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। আশা করছি পর্যটকেরা এবার কুয়াকাটায় ভ্রমণ করে আনন্দ পাবেন।’