উন্নত চিকিৎসার জন্য ফিৎসোকে আগামী কয়েকদিনের মধ্যে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় নেওয়ার দরকার নেই বলেও জানান কালিনাক। উপপ্রধানমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুটা যোগাযোগ করা যাচ্ছে। আপাতত তাঁর দায়িত্ব হস্তান্তর করার প্রয়োজন নেই।
রবার্ট ফিৎসোকে হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম জুরাজ সি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজনের বয়স ৭১।