আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সংসদ সদস্যের বাসা থেকে ছোড়া গুলিতে এই তরুণের মৃত্যু হয়েছে। নিহত রিপন শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা ও পেশায় নাপিত ছিলেন।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক নাঈম আশরাফ চৌধুরী প্রথম আলোকে বলেন, রিপনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ বোঝা যাবে।