দলটির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ঘুষ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি দেওয়াসহ নানা অপকর্মের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান ভূলুণ্ঠিত করেছে। এখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর আওয়ামী লীগ ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।
সমাবেশ শেষে একটি মিছিল বিজয়নগর, কাকরাইল, পল্টন, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বিজয়নগর পৌঁছালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সভাপতি ববি হাজ্জাজ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দল দুটির নেতা-কর্মীরা অংশ নেন।