কালকাতা TV
ঢাকা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুজিবুর রহমান-কন্যা শেখ হাসিনা টানা চারবার ঢাকার মসনদে বসতে চলায় আন্তর্জাতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগের বিরোধীহীন জয়ের পরেই দলনেত্রীকে অভিনন্দন জানিয়েছে চীন। এছাড়াও এই তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ তথা স্বাধীন বাংলাদেশের রূপকার ভারত। রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূত হাসিনাকে অভিনন্দনবার্তা পাঠিয়েছে।
আজ, সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। তিনি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও সাক্ষাতে আশা প্রকাশ করেন প্রণয় বর্মা।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ, সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ওয়েন বলেন, চীনা নেতারা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে হাসিনার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করা যায়।
রবিবার অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফল ও এগিয়ে থাকা প্রার্থীদের তথ্যে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন দল আওয়ামি লিগ এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এ পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গিয়েছে। এর মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামি লিগ।
এর পরেই রয়েছেন নির্দল প্রার্থীরা, ৬১টি আসনে। তাঁদের বেশিরভাগই আওয়ামি লিগের নেতা। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। সংসদের প্রধান বিরোধী জাতীয় পার্টি এত কম আসনে জয়ী হওয়ায় বিরোধী দল কে হবে, তাই নিয়ে রয়েছে প্রশ্ন।