শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৩:৫০ পূর্বাহ্ন

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে চেয়ারম্যানের পদে কেউ না থাকায় ফল প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি।

নতুন চেয়ারম্যানের যোগদানের পর প্রকাশ করা হবে উল্লেখ করে এনটিআরসিএ-র পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২ অথবা ৩ জানুয়ারি ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন চেয়ারম্যান চাইলে ১ জানুয়ারিও তা প্রকাশ করা হতে পারে।

গত ২০ ডিসেম্বর অবসরে গেছেন এনটিআরসিএ-র বিদায়ী চেয়ারম্যান এনামুল কাদের খান। এর একদিন পর, অর্থাৎ ২১ ডিসেম্বর রাতে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সাইফুল্লাহিল আজম। তবে এখনও যোগদান করেননি তিনি।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি নতুন চেয়ারম্যান যোগদান করার কথা রয়েছে। দায়িত্বগ্রহণের পর তিনি অনুমতি দিলেই প্রকাশ করা হবে শিক্ষক নিবন্ধনের ফল। সেক্ষেত্রে ২ থেকে ৪ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশের জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সূত্র।

সূত্র জানায়, ‘নির্বাচনের আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক সরকারি ছুটি; ৭ জানুয়ারি নির্বাচন। ফলে ৪ জানুয়ারির মধ্যেই সুখবর পেতে পারেন ১৭তম শিক্ষক নিবন্ধনের ফলপ্রত্যাশীরা।’

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ-র শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রস্তুত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘১৭তম শিক্ষক নিবন্ধনের ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত। যেহেতু চেয়ারম্যান নেই, সেজন্য এখন পুনরায় ফলাফল শিট রিভাইজ করা হচ্ছে। যাতে কোনো ভুল-ত্রুটি না থাকে, সেটা যাচাইয়ের কাজ চলছে। তবে যেহেতু আমাদের নতুন একজন চেয়ারম্যান এসেছেন। তিনি যোগদানের পরপরই ফল প্রকাশ করতে চাই। আগামী ৪ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।’

এ বিষয়ে এনটিআরসিএ-র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান গণমাধ্যমে বলেন, ‘১৭তম শিক্ষক নিবন্ধনের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করতে চাই। আশা করি, সেভাবেই সবকিছু সম্ভব হবে।’

এদিকে, মৌখিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীর সংখ্যা খুব কম বলে জানিয়েছে এনটিআরসিএ কর্মকর্তারা। ভুল বিষয়ে আবেদন, মৌখিক পরীক্ষায় নিজের নাম-পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে না পারা এবং অনুপস্থিত প্রার্থীরা অকৃতকার্য হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By