আমির খানের সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর কেন্দ্রীয় চরিত্র ছিল ‘ফুংসুখ ওয়াংডু’। ডাক নাম ‘র্যাঞ্চো’। সিনেমার সেই চরিত্রই বাস্তবের সোনম ওয়াংচুক। ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া এই শিক্ষাবিদ ও পরিবেশকর্মী দুটি দাবিতে আন্দোলন শুরু করেছেন। লাদাখকে দেওয়া কেন্দ্রীয় সরকারের সব প্রতিশ্রুতি আদায় এবং বৃহৎ শিল্পপতিদের কবল থেকে লাদাখের পরিবেশ রক্ষা।
জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল ২০১৯ সালের ৫ আগস্ট। সেদিনই বাতিল করা হয়েছিল সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ।
সোনম ওয়াংচুকের দাবি, তখনই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা হবে। পাঁচ বছর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেহ ও কারগিলের প্রতিনিধিদের জানিয়ে দেন, ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখকে আনা হবে না।