‘বাংলায় একি খেলা চলছে হরদম’ শিরোনামে ৪৫ বছর আগে তৈরি গানটি গেয়েছিলেন রফিকুল আলম। শেখ সাদী খানের সুর ও সংগীতে তৈরি গানটির গীতিকার মুন্শী ওয়াদুদ। নতুন গানটি কণ্ঠে ধারণ করা তানিম হায়াত খান সম্পর্কে শেখ সাদী খানের ভাতিজা। এত বছর পর তৈরি এই গানটি গাইতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর চাচার প্রতি।
ফেসবুকে লিখেছেন, ‘চাচা, আমাকে গানটা গাওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনার এই সৃষ্টি নতুন করে আবার ছড়িয়ে পড়ুক ইংরেজি ভার্সনের মাধ্যমে, এইটাই আশা থাকল।’ কথায় কথায় তানিম এ–ও বললেন, ‘৪৫ বছর পরে এবার ইংরেজিতে কাভার করছি গানটি। উৎসর্গ করছি গানটার মূল কারিগরদের। আমাদের সৌভাগ্য যে ৪৫ বছর পরে তাঁরা তিনজনই গানটার রিমেক শুনতে পেলেন।’